সখীপুরে ২ বছরের সশ্রম সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

0
184

 

এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে ২০০৩ সালের স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় দুই বছরের সশ্রম সাজাপ্রাপ্ত আসামী স্বামী মো. ছবুর তালুকদারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। ছবুর তালুকদার উপজেলার কচুয়া গ্রামের মোকছেদ আলী তালুকদারের ছেলে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছদুল আলম বলেন, মামলার রায়ের পর থেকে ছবুর তালুকদার পলাতক ছিল। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাশ্ববর্র্র্তী কালিহাতী উপজেলার সড়াগী এলাকা থেকে তিনজন এসআইয়ের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে তাকে টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।