নিজস্ব প্রতিনিধি,
টাঙ্গাইলের সখীপুরে ৩৮ মন্ডপে উদযাপন করা হচ্ছে শারদীয় দুর্গা উৎসব এর মধ্যে ৬ টি মন্ডপ ঝুকিপূর্ণ ধরা হয়েছে। আলোক সজ্জা বিভিন্ন রং এ সাজিয়েছেন মন্ডপগুলো। পুরোদমে চলছে রং তুলির আঁচরে শিল্পনৈপুণ্য ফুটিয়ে তোলার কাজ। ইতোমধ্যই অনেক মন্ডপেই প্রতিমা সহ অন্যান দেবদেবীর গায়ে পড়েছে বাহারী রংএর কাপড় ও বিভিন্ন অলংকার। রাতেই শুরু হবে সর্বজনীন শারদীয় দুর্গোউৎসবের পূজার অনুষ্ঠানিক কাজ।
আগামিকাল সোমবার শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর বোধনের মধ্যদিয়ে শুরু হবে শারদীয় দূর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। ৩০ সেপ্টেম্বর সিন্দুর উৎসব দুর্গা বিসর্জনের মধ্য দিয়ে বিজয়াদশমীর মাধ্যমে এবারে দুর্গাপূজার কার্যক্রম শেষ হবে।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অমর চন্দ্র সরকার বলেন এবার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৩৮ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। আগামিকাল সোমবার শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর বোধনের মধ্যদিয়ে শুরু হবে শারদীয় দূর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। ৩০ সেপ্টেম্বর শনিবার সিন্দুর উৎসব দুর্গা বিসর্জনের মধ্য দিয়ে বিজয়াদশমীর মাধ্যমে এবারে দুর্গাপূজার কার্যক্রম শেষ হবে।
উপজেলা মন্দির কমিটির সাধারণ সম্পাদক নিরমল চন্দ্র বলেন, সখীপুর কেন্দ্রীয় মন্ডপ সহ ৬ টি মন্ডপ ঝুকিপূর্ণ ধরা হয়েছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল থাকলে ও সকলের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রতি থাকার কারণে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে বলে আশা করছি।
সখীপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদুল আলম বলেন, পূজা মন্ডপগুলোতে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে আনসার, গ্রাম পুলিশ, ও পুলিশ বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। এর পাশাপাশি র্যাব টহলও অব্যাহত থাকবে।