মঙ্গলবার, অক্টোবর ৩, ২০২৩
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে  ৪৯তম জাতীয় সমবায় দিবস উদযাপন

সখীপুরে  ৪৯তম জাতীয় সমবায় দিবস উদযাপন

এম সাইফুল ইসলাম শাফলু : “বঙ্গবন্ধুর দর্শন সমবায়ের উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে   টাঙ্গাইলের সখীপুরে ৪৯তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার সকালে এ দিবস উপলক্ষে শোভাযাত্রা শেষে  উপজেলা মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে  উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারীর সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট  জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু,  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  উপজেলা পরিষদের  সাবেক চেয়ারম্যান আলহাজ শওকত সিকদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, ওসি (তদন্ত) এএইচ এম লুৎফুল কবির, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার,  উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা আনোয়ার, সমবায় কর্মকর্তা খোদেজা খানম, বিআরডিবি চেয়ারম্যান  কেবিএম রহুল আমিন, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার, সখীপুর বাজার বণিক সমিতির সভাপতি খলিলুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তারসহ উপজেলার বিভিন্ন এলাকার সমবায়ী ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -