এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী’র সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় অন্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছবুর রেজা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, সমবায় কর্মকর্তা খোদেজা খানম, পৌর প্যানেল মেয়র রফিকুল ইসলাম, স্যানিটেশন কর্মকর্তা সোহেল রানা,গুড নেইবার্সের প্রজেক্ট ম্যানেজার জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।