এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৫’শতাধিক কৃষক-কৃষাণীর মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা কৃষি অফিস এ বিতরণ কর্মসূচির আয়োজন করে। বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী’র সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় প্রতিজন কৃষকের মাঝে দুই কেজি ভুট্টা, ১ কেজি মাসকলাই, ১ কেজি সরিষার বীজ, ২০ গ্রাম বিটি বেগুনের বীজ এবং ৩০ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা ফায়জুল ইসলাম ভূইয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদুল আলম, উদ্ভিদ ও সংরক্ষণ কর্মকর্তা আনিছুরসহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষিকর্মকর্তারা উপস্থিত ছিলেন।