ইসমাইল হোসেনঃ টাঙ্গাইলের সখীপুরে ভ্রাম্যমাণ আদালত ৬ ব্যবসায়ীকে ২২হাজার ৭শত টাকা জরিমানা করেছেন। সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী ও সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা সখীপুর সদর বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে এ দ-াদেশ দেন।
অর্থদ-াদেশপ্রাপ্তরা হলেন, পৌর-শহরের ব্যবসায়ী পরিমল দাস, হরিপদ সরকার, শ্রীদাম, আমিনুল হক, আনিসুর রহমান ও সজল মিয়া।
জানা যায়, আসন্ন রমজান মাসে দ্রব্যসামগ্রীর দাম স্থিতিশীল রাখতে সোমবার সন্ধ্যায় সখীপুর সদরের বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার, মেয়াদ উত্তীর্ণ খাদ্য মজুদ, ওজনে কম ও মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অপরাধে ওই ৬ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এ সময় আদালত হরিপদ সরকার, শ্রীদাম ও আমিনুল হককে ৫হাজার টাকা করে পরিমল দাসকে ৭হাজার, আনিসুর রহমানকে ৫শত ও সজল মিয়াকে ২শত টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী ও সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা বলেন, রমজানে দ্রব্যসামগ্রীর দাম স্থিতিশীল রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আমাদের এ অভিযান চলমান থাকবে।