সখীপুরে সংশ্লিষ্ট সরকারী কর্মকর্তাদের উদাসিনতার কারণে
৮০ ভাগ শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ
এম সাইফুল ইসলাম শাফলু:
সরকারের কঠোর নির্দেশনা থাকা সত্বেও সখীপুরে প্রায় ৮০ ভাগ শিক্ষা প্রতিষ্ঠানে সরকারী ওয়েবসাইট চালানো বন্ধ রয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানে সরকারীভাবে নিয়োগ প্রাপ্ত এবং প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার শিক্ষক থাকা সত্বেও তারা অলস সময় পার করছেন। সরকারের নির্দেশনা মতে প্রতিনিয়ত ওই ওয়েবসাইট হালনাগাদ আপডেট থাকার কথা থাকলে দেখা গেছে সখীপুরের বেশির ভাগ স্কুল, কলেজ মাদ্রাসার সরকারী ওয়েবসাইট চালানো বন্ধ রয়েছে। অভিযোগ রয়েছে এর সাথে সংশ্লিষ্ট সরকারী কর্মকর্তাদের উদাসিনতার কারণেই ডিজিটাল দেশ গড়ার লক্ষে পৌছানোর এ প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে ।
জানা যায়, ডিজিটাল দেশ গড়ার লক্ষে সরকারের তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মতে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়, স্কুল-মাদরাসা ও কলেজগুলোতে ওইসব শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য, ছাত্র-ছাত্রীর ডাটাবেজ, শিক্ষকদের ডাটাবেজ, নোটিশবোর্ড, খবরাখবর, রেজাল্টসীট প্রতিদিনের শিক্ষক হাজিরাসহ প্রয়োজনীয় তথ্যাদি আপডেট পাওয়ার জন্য ওয়েবসাইট খোলা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে সখীপুর উপজেলাধীন সখীপুর পিএম পাইলট মডেল স্কুল এন্ড কলেজ, সখীপুর সদর দাখিল মাদরাসা, হতেয়া দারুস সুন্নাহ দাখিল মাদরাসা, এসএ উচ্চ বিদ্যালয় দাড়িয়াপুর, বানিয়ারসিট সোনার বাংলা উচ্চ বিদ্যালয়, বড়চওনা উচ্চ বিদ্যালয়, সাড়াসিয়া বাশারচালা উচ্চ বিদ্যালয়, তক্তারচালা সবুজ বাংলা উচ্চ বিদ্যালয়, বিসিবাইদ আদর্শ উচ্চ বিদ্যালয়, কালিয়ান উচ্চ বিদ্যালয়, মন্তাজ নগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, গজারিয়া শান্তিকুঞ্জ একাডেমি উচ্চ বিদ্যালয়ের ওয়েবসাইট এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। আবার অধিকাংশ প্রতিষ্ঠানের ওয়েবসাইট চালু থাকলে বিগত দুই বছর ধরে কোন আপডেট করা হয়নি। কিছু কিছু প্রতিষ্ঠান ওয়েবসাইট তৈরির পর আজবধি সেটি খুলেও দেখেননি ওইসব ওয়েভসাইটে ক্লিক করলে শিক্ষক-শিক্ষার্থীর তালিকা মেনুতে বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীর ছবি ভেসে আসে। ওইসব ওয়েবসাইট তৈরির সময় সার্ভিস প্রোভাইডার যেসব তথ্য ও ছবি দিয়েছিলেন সেগুলো এখনও সেই অবস্থায়ই রয়ে গেছে।
সখীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুল ইসলাম বলেন, খোঁজ নিয়ে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট অচল বা মেয়াদোত্তীর্ণ হয়েছে ওইসকল প্রতিষ্ঠানকে তাদের স্ব স্ব ওয়েবসাইট পুনরায় সচল করার নির্দেশ দেওয়া হবে।