এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে ৮ মোটরসাইকেল চালককে ৩ হাজার ১’শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী সখীপুর পৌর শহরে এ আদালত পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা যায়, ড্রাইভিং লাইসেন্স, ইন্সুরেন্স, হেলমেট ও নম্বরবিহীন আট মোটরসাইকেল চালকক উপজেলার রিপন মিয়া, ইসহাক আহমেদ, সামাদ মিয়া , মো. আফজাল হোসেন, হায়দার আলী, মো. সোহেল রানা, শফিকুল ইসলাম ও সফিকুর রহমানকে ৩ হাজার ১শ টাকা জরিমানা করা হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।