রবিবার, ডিসেম্বর ১, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে ৯নম্বর ওয়ার্ড আ.লীগের কমিটি গঠন, সভাপতি ইয়াসিন সম্পাদক আনোয়ার

সখীপুরে ৯নম্বর ওয়ার্ড আ.লীগের কমিটি গঠন, সভাপতি ইয়াসিন সম্পাদক আনোয়ার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুর উপজেলার ৪নং যাদবপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ঘেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের কণ্ঠভোটের মাধ্যমে মো. ইয়াসিন আলীকে সভাপতি এবং আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য একটি পূণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

সন্দেশ ডিলারের সভাপতিত্বে সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শওকত শিকদার, উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডিএম শরীফুল ইসলাম শফী,সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম খান, আইন বিষয়ক সম্পাদক মির্জা রেজাউল করিম, যাদবপুর ইউপি চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার, যাদবপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি কেএম হেলাল উদ্দিন,সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম মোল্লা, জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রনি আহমেদ,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলমাস আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -