মঙ্গলবার, অক্টোবর ৩, ২০২৩
Homeআন্তর্জাতিকসখীপুর অরণ্য আবাসন প্রকল্পের কমিটি গঠন সভাপতি আতিকর সম্পাদক শাফলু

সখীপুর অরণ্য আবাসন প্রকল্পের কমিটি গঠন সভাপতি আতিকর সম্পাদক শাফলু

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর নলুয়া বিএএফ শাহীন কলেজ গেইট সংলগ্ন আবাসন মালিকদের নিয়ে গড়ে উঠা অরণ্য আবাসন প্রকল্পের তিন বছর মেয়াদী ৩৪ সদস্য বিশিষ্ট্য কার্যকরী কমিটি  গঠন করা হয়েছে। শুক্রবার নিজস্ব ক্যাম্পাসে উপস্থিত সদস্যদের ভোটে  মোঃ আতিকুর রহমানকে সভাপতি এবং এম সাইফুল ইসলাম শাফলুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এ প্রকল্পের উপদেষ্টা হিসেবে রয়েছেন এসএম কামাল হোসেন, মোঃ শামীম মিয়া, মোঃ আনোয়ার হোসেন এবং মোঃ সাইদুল ইসলাম ভূইয়া।

এছাড়া এ কমিটিতে মোঃ জমির উদ্দিনকে সহ-সভাপতি, আবুল কালাম আজাদকে যুগ্ম সম্পাদক, খান মুহাম্মদ মনিরকে সাংগঠনিক সম্পাদক , মোঃ সহিদুর রহমানকে অর্থবিষয়ক সম্পাদক, মোঃ আবু তাহেরকে সহ-সাংগঠনিক সম্পাদক, মোঃ শহিদুল ইসলাম মাস্টারকে শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক, মোঃ জিয়াউল হককে  ধর্ম বিষয়ক সম্পাদক, মোঃ জহুরুল ইসলামকে প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নির্বাচিত করা হয়।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন রাজিয়া সুলতানা, মজিবুর রহমান, জাকির হোসেন এবং সোয়েব আলী।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -