সাইফুল ইসলাম বারী: সখীপুর উপজেলা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৪শে জুন রোজ শনিবার বিকেলে উপজেলা হল রুমে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের মিলন মেলায় প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী একত্রিত হয়েছিল। কোরআন তেলাওয়াত এর মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সখীপুর উপজেলা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত সিকদার, পৌর মেয়র অাবু হানিফ অাজাদ প্রমুখ।