শনিবার, অক্টোবর ৫, ২০২৪
Homeআমাদের টাঙ্গাইলসখীপুর উপজেলা পরিষদ নির্বাচন- প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

সখীপুর উপজেলা পরিষদ নির্বাচন- প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (২০মে) সকাল ১০টায় জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এতে সখীপুর উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার (কাপ পিরিচ), অধ্যক্ষ সাঈদ আজাদ (আনারস),সাবেক পৌর মেয়র ও সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক মো.সানোয়ার হোসেন সজীব (গামছা), অধ্যাপক রফিক- ই- রাসেল (হেলিকপ্টার), আলমগীর হোসেন চান (মোটরসাইকেল) ও মো.ফারুক হোসেন (ঘোড়া ) প্রতীক পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল (উড়োজাহাজ), পীরজাদা আয়নাল হক (টিউবওয়েল), শিবলী সাদিক (চশমা) ও জয়নাল আবেদীন ( তালা ) প্রতীক পেয়েছেন।

এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা আনোয়ার (প্রজাপতি),আখি আতাউর (ফুটবল), রওশন আরা রিতা (কলসি ) ও মেহেরিন খাদিজা লতা (হাঁস) প্রতীক পেয়েছেন।

উল্লেখ, আগামী ৫জুন এখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৭৬ হাজার ২৭৫জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৮০ হাজার ৩২১ জন এবং নারী ভোটার রয়েছে ৯৫ হাজার ৯৫৪জন।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -