নিউজ টাঙ্গাইল ডেস্ক:
টাঙ্গাইলের সখীপুরে মা, নবজাতক ও শিশু স্বাস্থ্য সেবাগ্রহীতার অধিকার ও সেবা প্রদানকারীদের জবাবদিহীতা কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্যসেবাগ্রহীতা ফোরামের কমিটি গঠন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাফিউল করিম খানের সভাপতিত্বে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়াধীন জেন্ডার এনজিও স্টোকহোল্ডার পার্টিসিপেশন ইউনিট, হেলথ ইকোনোমিক্স ইউনিটের পরামর্শ সহায়তায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শেরপুর জেলার সাবেক সিভিল সার্জন ডা. মো. আনোয়ার হোসেনকে সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছবুর রেজাকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এ সময় অন্যদের মধ্যে সাবেক দেলদুয়ার উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ডা. চান মাহমুদ, সখীপুর বাজার বণিক সমিতির সভাপতি তাহেরুল ইসলাম ইয়ারুম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুলফিকার হায়দার কামাল লেবু, নিউজ টাঙ্গাইল পত্রিকার সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু, ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক মো. ওসমান গণি, স্বাস্থ্য পরিদর্শক আবদুল কাদের, মো. ওসমান ফারুক, কাইউম হোসেন, কাউন্সিলর দেলোয়ার শিকদার, পারুল মাহমুদ, মামুন হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।