নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে সখীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
২৪ নভেম্বর শুক্রবার সখীপুর পিএম পাইলট বালক স্কুল এন্ড কলেজ এবং নলুয়া বাছেত খান উচ্চ বিদ্যালয় এ দুটি কেন্দ্রে সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে নার্সারি থেকে ৫ম শ্রেণি পড়ুয়া
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের
১২ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
এ সময় উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি অধ্যাপক শাহীন আল মামুন, সাধারণ সম্পাদক বিআরডিবি চেয়ারম্যান কেবিএম রুহুল আমিন, নবসৃষ্টি শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা পরিচালক বিআরডিবি ভাইস চেয়ারম্যান এম সাইফুল ইসলাম শাফলু, ইউরেকা শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা পরিচালক খান মুহাম্মদ মনির, কাহার্তা একাডেমিক স্কুলের পরিচালক হারুন অর রশিদ, দীপ্তি প্রি ক্যাডেট স্কুলের পরিচালক এস এ শফি, রাজু ক্যাডেট স্কুল তক্তারচালা শাখার পরিচালক মোঃ আরিফুল ইসলাম আরিফ, সানমুন একাডেমির পরিচালক মোঃ জামাল হোসেন, রফিক রাজু প্রি ক্যাডেট স্কুল সখীপুর শাখার পরিচালক শফিকুল ইসলাম শফী, সান একাডেমিক স্কুলের পরিচালক হুমায়ুন কবিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।