ইসমাইল হোসেন : বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সখীপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার বিকেলে পৌরশহরের একটি হোটেলে সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রফেসর ফার্মেসীর মালিক মো. দেলুয়ার হোসেন দিলুকে সভাপতি ও রুমা মেডিকেল হলের মালিক মো. রওশন আলীকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের কার্যকরী পরিষদের কমিটি গঠন করা হয়।