সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩
Homeআমাদের টাঙ্গাইলসখীপুর জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

সখীপুর জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

এম সাইফুল ইসলাম শাফলু: ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়ে টাঙ্গাইলের সখীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। আজ সোমবার ২৫ জুলাই এ উপলক্ষে শোভাযাত্রা ও মতবিনিময়সভা , শ্রেষ্ঠ মৎস্যচাষীদের মাঝে  ক্রেস্ট ও সনদ বিতরণ এবং জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। মৎস্য অধিদপ্তর আয়োজিত  মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী ফারজানা আলমের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে অন্যদের মধ্যে  পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিন, প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার, মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা, কৃষি কর্মকর্তা নিয়ন্ত্রা বর্মণ প্রমুখ বক্তব্য রাখেন। পরে উপজেলার শ্রেষ্ঠ মৎসচাষীদের মাঝে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ক্রেস্ট সনদ তুলে দেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -