শনিবার, অক্টোবর ৫, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুর-ঢাকা-বংকী সড়কে ভ্যানশ্রমিকদের অবরোধ

সখীপুর-ঢাকা-বংকী সড়কে ভ্যানশ্রমিকদের অবরোধ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: ভ্যানশ্রমিকদের অন্যায়ভাবে সখীপুর পৌরশহরে ঢুকতে না দেয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেন একদল ভ্যানশ্রমিক। আজ সোমবার সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সখীপুর-ঢাকা সড়কের প্রতিমাবংকী এলাকায় নিজেদের ভ্যানগাড়ি সড়কে ফেলে অবরোধ করে বিক্ষোভ করেন ক্ষুব্ধ শ্রমিকরা। অবরোধে ঢাকা-সখীপুর-গোড়াই সড়কের দুই পাশে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

জানা যায়, গত কয়েক মাস ধরে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের ভ্যানচালকদের যাত্রী নিয়ে তাদের ভ্যানগাড়ি নিয়ে পৌরশহরে ঢুকতে দেয়া হচ্ছে না।

ভ্যানশ্রমিক জসিম উদ্দিন ও আবদুর রহমান বলেন, সখীপুরে যাত্রীবাহী ভ্যান নিয়ে গেলে শহরের মুখেই তারা বাঁধার সম্মুখীন হন।

শ্রমিকরা বলেন, পৌর কর্তৃপক্ষ তাদের সমিতিতে এক হাজার টাকা দিয়ে ভর্তি হলে পৌরশহরে ঢুকতে দেয়া হবে জানানো হয়। তারা বলেন, আমরা ইউনিয়ন ভিত্তিক সমিতিতে ভর্তি আছি; কয় জায়গায় টাকা খরচ করে ভর্তি হবো। পৌর কর্র্তৃপক্ষের দাবি পূরণ না করায় আমাদের বাঁধা দেয়া হয়।

এদিকে অবরোধের খবর শুনে ঘটনাস্থলে পৌঁছে সখীপুর থানার ভারপ্রাপ্ত কমৃকর্তা মাকছুদুল আলম ভ্যানশ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দিলে শ্রমিকরা দেড় ঘন্টা পর অবরোধ তুলে নেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -