নিউজ টাঙ্গাইল ডেস্ক :
টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ২০১৭-২০১৮ অর্থ বছরের কোন রকম করারোপ ছাড়াই ১৫ কোটি ১০ লাখ ৫৮ হাজার ১৫৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে পৌর কার্যালয়ে মেয়র আবু হানিফ আজাদ সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন। বাজেট অনুষ্ঠানে সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সম্পাদক এনামুল হক, নিউজ টাঙ্গাইল পত্রিকার সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলুসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিক, পৌরসভার কর্মকর্তা-কর্মচারি, কাউন্সিলর ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।