নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সখীপুর প্রতিনিধি শাকিল আনোয়ারকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে শাকিল আনোয়ার বাদী হয়ে সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ওই জিডিতে নাম সর্বস্ব সাপ্তাহিক পত্রিকার স্থানীয় প্রতিনিধি জেহাদুল কাদের ও শরীফুল ইসলামকে আসামি করা হয়েছে।
জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় জেহাদুল কাদের তার ফোন থেকে শাকিল আনোয়ার কে হত্যার হুমকিসহ অকথ্য ভাষায় গালিগালাজ করেন। শাকিল আনোয়ার বলেন, জেহাদুল ওরফে কাদের নাগরপুর উপজেলার চরের বাসিন্দা। কয়েক বছর ধরে সে সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর গ্রামে শশুরবাড়িতে থাকছেন। সে কয়েকটি পত্রিকার প্রতিনিধি পরিচয় দিয়ে উপজেলা ও জেলার বিভিন্ন সরকারি কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চাঁদাবাজি করছে। কয়েক বছর আগে সখীপুরের এক ব্যবসায়ী জেহাদুলকে আসামি করে চাঁদাবাজি মামলা করে। ওই মামলায় জেহাদুল কয়েকমাস হাজতবাসও খেটেছেন। ওই চাঁদাবাজি মামলার একজন সাক্ষী হিসেবে শাকিল আনোয়ারের নাম থাকায় জেহাদুল তাঁকে হুমকি দিয়েছে বলে অনুমান করা হচ্ছে।
শাকিল আনোয়ার বলেন, ওই মামলায় আমি যেন সাক্ষী না দেই এইজন্যই আমাকে হত্যার হুমকি দেয় ওই জেহাদুল কাদের। জেহাদুল কাদেরের মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভুইয়া বলেন, ওই হুমকির ঘটনায় জিডি নেওয়া হয়েছে। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।