সখীপুর বণিক সমিতির নির্বাচন
ইয়ারুম সভাপতি লেবু সম্পাদক
এম সাইফুল ইসলাম শাফলু:
টাঙ্গাইলের সখীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে তাহেরুল ইসলাম ইয়ারুম (ছাতা প্রতিকে) ৫৬৫ ভোট ও সাধারণ সম্পাদক পদে মো.শরিফুল ইসলাম লেবু (হাত-পাখা প্রতিকে) ৩৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে মো.বিল্লাল হোসেন, সহ-সম্পাদক পদে মো.রোমেজ উদ্দিন, কোষাদক্ষ পদে মো.আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক পদে মো.মতিন মিয়া, দপ্তর সম্পাদক পদে মো.আব্দুস সামাদ মিয়া জয়লাভ করেছেন। অন্যদিকে বিনাপ্রতিদ্বিতায় ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো.মিজানুর রহমান এবং প্রচার সম্পাদক পদে শ্রী হরিপদ ঘোষ নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে থাকা উপজেলা সমবায় কর্মকর্তা খোদেজা খানম বলেন, নির্বাচন সুষ্ঠ ও সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে।