বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
Homeজাতীয়সখীপুর-বাটাজোর সড়কে বেইলী সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ

সখীপুর-বাটাজোর সড়কে বেইলী সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ

 

এম সাইফুল ইসলাম শাফলু  :
টাঙ্গাইলের সখীপুর-বাটাজোর সড়কে কীর্ত্তনখোলা ধুমখালি খালের ওপর নির্মিত বেইলী সেতুর পাটাতন ভেঙে পড়ায় প্রায় ১ মাস  ধরে ওই সড়কে মালবাহী ট্রাকসহ ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। মাস খানেক  আগে একটি মালবাহী ট্রাকের চাপে জরাজীর্ণ ওই সেতুর পাটাতন ভেঙে পড়ে এ দুর্ভোগের সৃষ্টি হয়।

স্থানীয় ও এলজিইডি কার্যালয় সূত্র জানায়, সখীপুর থেকে ময়মনসিংহ সদর, ভালুকা, গফরগাঁও, গাজীপুরের শ্রীপুর ও মাওনা যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়ক এটি। এছাড়া সখীপুর থেকে রাজধানী শহর ঢাকা যাতায়াতের বিকল্প  সড়কও এটি। প্রতিদিন ওই সড়কে পিক-আপ, ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস অটোরিকশা ও সিএনজিসহ বিভিন্ন ধরনের হাজার খানেক যানবাহন চলাচল করে থাকে। সেতুটি ভেঙে পড়ায় ওইসব এলাকার হাজার হাজার লোক চরম দুর্ভোগের শিকার হয়েছেন।

সড়কে নিয়মিত চলাচলকারী আবুল হোসেন  বলেন , প্রায় ৩০ বছর আগে ধুমখালি খালের ওপর এই সেতুটি নির্মিত হয়েছে।  বর্তমান এর অবস্থা খুবই জরাজীর্ণ।  শিগগিরই জরাজীর্ণ এ সেতুটির পরিবর্তে নতুন ব্রীজ নির্মাণ করা  প্রয়োজন।  তা না হলে যে কোনো মুহুর্তে  সেতু ভেঙে প্রাণহাণির মত ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।’

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) কাজী ফাহাদ কুদ্দুস বলেন, ওই ব্রিজটি ভেঙ্গে একটি নতুন ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রকল্প পাঠানো হয়েছে। আশা করছি, জুন মাসের মধ্যেই অনুমোদন পাব। নতুন ব্রীজ না হওয়া পর্যন্ত ভেঙে যাওয়া পাটাতনটি সংস্কার করে দ্রুত সড়কটি চলাচলের উপযোগী করা হবে বলেও তিনি জানান।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -