বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeজাতীয়সখীপুর বার্তা সম্মাননা পদক পাচ্ছেন যাঁরা

সখীপুর বার্তা সম্মাননা পদক পাচ্ছেন যাঁরা

নিউজ টাঙ্গাইল ডেস্ক

টাঙ্গাইলের সখীপুরে সাপ্তাহিক সখীপুর বার্তা সম্মাননা পদক পাচ্ছেন গুণীজন। পত্রিকাটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৬ মে (মঙ্গলবার) এ সম্মাননা পদক দেওয়া হবে।
সখীপুর আবাসিক মহিলা কলেজ প্রাঙ্গণে বিকেল ৩টায় সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থাকবেন জনপ্রিয় কথাসাহিত্যিক ও দৈনিক কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন।
বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সাংসদ অনুপম শাহজাহান জয়, উপজেলা চেয়ারম্যান শওকত শিকদার, পৌর মেয়র আবু হানিফ আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সম্পাদক কাজী জাকেরুল মওলা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাকছুদুল আলম, টাঙ্গাইল অধ্যক্ষ পরিষদের সভাপতি রেনুবর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার এম ও গণি । অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সখীপুর বার্তার সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার।


সখীপুর বার্তা সম্মাননাপ্রাপ্তরা হলেন- আধুনিক ও তিলোত্তমা সখীপুরের রূপকার, সাবেক সাংসদ কৃষিবিদ অধ্যাপক শওকত মোমেন শাহজাহান (মরণোত্তর), শিক্ষা গবেষণায় অধ্যাপক লুৎফর রহমান, সমাজসেবায় সালাউদ্দিন রাসেল সিআইপি, চর্যা গবেষণায় প্রফেসর আলীম মাহমুদ, সাংবাদিকতায় ড. হারুন রশীদ, সাহিত্যে লুৎফর চৌধুরী, কৃষি গবেষণায় দেলোয়ার হোসেন এবং জনহিতকর কাজে তুহিন সিদ্দিকী।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -