সখীপুর প্রতিনিধি: “অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা” এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের সখীপুরে রবিবার থেকে তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও প্রশাসনের আয়োজনে রবিবার বিকেলে এ মেলার উদ্বোধন করা হয়।
এ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মিলনায়তনের সামনে আয়োজিত মেলাটি ইউএনও মৌসুমী সরকার রাখীর সভাপতিত্বে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় এমপি অনুপম শাহজাহান জয়। অন্যান্যের মধ্যে পৌর মেয়র আবু হানিফ আজাদ, কৃষি কর্মকর্তা ফায়জুল ইসলাম ভুঁইয়া, উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আনিছুর রহমান প্রমুখ বক্তব্য দেন। এ ছাড়াও ওই মেলায় আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেন অতিথিরা।