নিজস্ব প্রতিবেদক: অমর একুশে গ্রন্থ মেলায় মোজাম্মেল হক সজল-এর লেখা শিশু কিশোরদের প্রিয় গল্পের বই ‘সজল স্যারের ভূতের ম্যাজিক’। তেরটি ভৌতিক গল্পের সমন্বয়ে এ বইটি পাঠকদের মনে ব্যপক ভাবে সাড়া জাগিয়েছে।
ফেব্রুয়ারির প্রথমে মেলার শুরুতেই আকর্ষনীয় মোড়কে এ বইটি প্রকাশ করেছে শব্দশিল্প প্রকাশনীর শরীফুল ইসলাম। চমৎকার ভাষা বর্ণনা, শব্দ চয়ন, এবংকি ছোট গল্পের গঠন কৌশলের ধারবাহিকতায় আবিস্কৃত ‘সজল স্যারের ভূতের ম্যাজিক’। আর এ গ্রন্থের প্রত্যেকটি গল্প এবং বইয়ের মোড়ক বাচ্চাদের কাছে বেশ আকর্ষনীয়।
টাঙ্গাইলের সখীপুরের এই তরুণ লেখক মোজাম্মেল হক সজল বলেন, কুসংস্কার আর অন্ধ বিশ্বাসের জগত থেকে প্রত্যেকটি মানুষকে বিশেষ করে আজকে যারা শিশু আগামী দিনের ভবিষৎ তাদের সত্য, সুন্দর ও বাস্তবতার দিকে ধাবিত করবে এই বই। মোজাম্মেল হক সজল বর্তমানে হাতিয়া ডিগ্রি কলেজের বাংলা ভাষা ও সাহিত্যের প্রভাষক, বাংলাদেশ টেলিভিশনের গীতিকার ও কন্ঠ শিল্পী এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সখীপুর থেকে কাজ করছেন।