সরকারি হলো ৩৬ মাধ্যমিক বিদ্যালয়

0
164
ঢাকা: দেশের ৩৬টি মাধ্যকি বিদ্যালয় সরকারিকরণ করেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোকে সরকারি করে আদেশ জারি করেছে।

এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা অন্যত্র বদলি হতে পারবেন না বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

সরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়বিহীন উপজেলায় একটি করে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়কে সরকারিকরণের অংশ হিসেবে এসব প্রতিষ্ঠান জাতীয়করণ করা হচ্ছে।

নতুন ৩৬টিসহ সারা দেশে সরকারি মাধ্যকি বিদ্যালয়ের সংখ্যা দাঁড়ালো ৪০৩টি। সরকারিকরণকৃত প্রতিষ্ঠানের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।