ঢাকা: দেশের ৩৬টি মাধ্যকি বিদ্যালয় সরকারিকরণ করেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোকে সরকারি করে আদেশ জারি করেছে।
এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা অন্যত্র বদলি হতে পারবেন না বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
সরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়বিহীন উপজেলায় একটি করে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়কে সরকারিকরণের অংশ হিসেবে এসব প্রতিষ্ঠান জাতীয়করণ করা হচ্ছে।
নতুন ৩৬টিসহ সারা দেশে সরকারি মাধ্যকি বিদ্যালয়ের সংখ্যা দাঁড়ালো ৪০৩টি। সরকারিকরণকৃত প্রতিষ্ঠানের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।