নিজস্ব টাঙ্গাইল : আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুর্বনা আক্তার নদী হত্যার প্রতিবাদে সারাদেশের মতো টাঙ্গাইলের সাংবাদিক সমাজ প্রতিবাদ কর্মসুচী পালন করেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে জেলায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সাধারন সম্পাদক মহব্বত হোসেন, যুগ্ম সম্পাদক জে সাহা জয়, ক্রীড়া সম্পাদক শামীম আল মামুন প্রমুখ।
বক্তারা সুবর্না আক্তার নদী হত্যার ঘটনার সুষ্ঠ তদন্ত করে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের দাবী জানান। অন্যথায় সারাদেশের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলন গড়ে তুলেবে বলে তারা জানান ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
-
"নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল
SUBSCRIBE করতে ক্লিক করুন।