নিউজ টাঙ্গাইল ডেস্ক: দৈনিক “প্রতিদিনের সংবাদ” পত্রিকার টাঙ্গাইলের দেলদুয়ার প্রতিনিধি ও স্থানিয় দৈনিক “কালের স্রোত” পত্রিকার রিপোর্টার সাংবাদিক মোজাম্মেল হক মামুন ডেঙ্গু জরে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৭ নং ওয়ার্ডে ভর্তি হয়েছেন।
এর আগে তিনি জেলার সেবা ক্লিনিকে ৩ দিন চিকিৎসা নেন। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত ৩ দিন যাবৎ তিনি এ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি ও তার পরিবারের সদস্যরা সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।