দেলদুয়ার প্রতিনিধি: আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুর্বনা আক্তার নদী ও সারাদেশে সাংবাদিক হত্যা নির্যাতনের প্রতিবাদে টাঙ্গাইলের দেলদুয়ারে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসুচী পালন করছে সাংবাদিকরা।
সোমবার বেলা ১১টায় উপেজলা পরিষদ চত্তরে দেলদুয়ার উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে উপজেলায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
এসময় বক্তব্য রাখেন দেলদুয়ার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ফরিদ মিয়া, সাধারন সম্পাদপ অপু তালুকদার শিপলু, যুগ্ন সম্পাদক গোপেশ চন্দ্র সরকার, সদস্য গফুর মিয়া প্রমুখ।
বক্তারা সুবর্না আক্তার নদী হত্যার ঘটনার সুষ্ঠ তদন্ত করে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনার জন্য দাবি জানান। অন্যথায় সারাদেশের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলন গড়ে তুলেবে বলেও মানববন্ধনে জানানো হয় ।