সাইফুল ইসলাম বারী। তিনি টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার লালমাটি সবুজে ঘেরা বাগবেড় কান্তারপল্লি গ্রামে, মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর বাবার নাম মোঃ সুরুজ জামান এবং মায়ের নাম মোসাঃ ছালেহা বেগম। কবি’র নিজ বাড়িতে অবস্থিত ব্র্যাক স্কুলে লেখাপড়ার হাতেখড়ি (বর্তমানে সে স্কুল আর নেই) । তারপর বাগবেড় সরকারি প্রথমিক বিদ্যালয় পাশ করেন। ইছাদিঘী আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ৮ম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে ভর্তি হন ৯ম শ্রেণিতে, সূর্য তরুণ শিক্ষাঙ্গন আবাসিক স্কুল এন্ড কলেজে। সেখান থেকে এস এস সি পাশ করার পর ময়মনসিংহে ব্রহ্মপুত্র পলিটেকনিক ইন্সটিটিউট থেকে ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করেন। তিনি কবিতা লেখার পাশাপাশি গান লিখেন। তাঁর লেখা অনেক গানের মধ্যে মুর্শিদ আমি ভবঘুরে বেশি জনপ্রিয়তা পেয়েছে । তিনি ত্রৈমাসিক কান্তারপল্লি সাহিত্য পত্রিকার সম্পাদক, ত্রৈমাসিক জলতরঙ্গ সাহিত্য পত্রিকার নির্বাহী সম্পাদক, সখীপুর অনলাইন এক্টিভিস্ট গ্রুপের সাধারণ সম্পাদক, সখীপুর উপজেলা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক, বাগবেড় হোমস্ এসোসিয়েশনের সাহিত্য সম্পাদক। এর সাথে জাতীয়, সাপ্তাহিক, মাসিক পত্রিকা ও লিটল ম্যাগাজিনে নিয়মিত লিখে থাকেন। কবি’র প্রকাশিত সম্পাদিত গ্রন্থ ‘সাদাকালো কাব্য’ ‘নিস্তব্ধ শব্দ’ ‘বাংলার বঙ্গবন্ধু’। প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ সমূহ: কাব্যের বালুচর, সাম্য, সবুজ অরণ্যে, ফড়িং, কবিকন্ঠহার, একই বৃত্তের কবি, কবিকোষ, সবুজের বুকে লাল, জলতরঙ্গ, দিগন্ত রেখা, গোধূলির আলো, তারুণ্যের অঙ্গীকার প্রভৃতি।
সাইফুল ইসলাম বারীর সাথে তার লেখালেখি নিয়ে একান্ত আলাপ করেছেন নিউজ টাঙ্গাইল……….
নিউজ টাঙ্গাইল: কেমন আছেন বারী ভাই?
সাইফুল বারী: আলহামদুলিল্লাহ্ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আপনি কেমন আছেন?
নিউজ টাঙ্গাইল: ভালো। আপনার লেখালেখির খবর কি বলেন?
সাইফুল বারী: এইতো চলছে নিজ গতিতে।
নিউজ টাঙ্গাইল: একুশে বইমেলা ২০১৮তে আপনার নতুন বই থাকছে কি?
সাইফুল বারী: হ্যা, আমার সম্পাদিত নতুন তিনটি কাব্যগ্রন্থ থাকছে বাংলার বঙ্গবন্ধু, কান্তারপল্লি, ভবঘুরে। আরেকটি ১৭ বইমেলার পরপর প্রকাশ হয়েছে নিস্তব্ধ শব্দ এটাও একুশে বইমেলা ২০১৮তে পাওয়া যাবে ইনশাল্লাহ।
নিউজ টাংগাইল: বই গুলোর কাজ কি শেষ? বই গুলোর সম্পর্কে বলুন?
সাইফুল বারী: নিস্তব্ধ শব্দ কাব্যগ্রন্থটি সারা বাংলাদেশ থেকে একুশ জন নবীন প্রবীণ কবির ৫টি করে কবিতা নিয়ে করেছি। বাংলার বঙ্গবন্ধু প্রকাশিত। এ সংকলনটির কাজ করতে অনেক সময় লেগেছে। যেহেতু অন্য ধাঁচের। এই গ্রন্থটি কলকাতা বাংলাদেশ থেকে ১০০জন নবীন প্রবীণ কবির ১০০টি কবিতা দিয়ে করেছি। প্রত্যেকটি কবিতা বঙ্গবন্ধুকে নিয়ে। বঙ্গবন্ধুকে ভালোবাসি। এই ভালোবাসা থেকেই গ্রন্থটি করেছি।
নিউজ টাংগাইল: আচ্ছা বারী ভাই, গ্রন্থের নাম কান্তারপল্লি রাখলেন কেন? আমাদের জানামতে কান্তারপল্লি আপনার পাড়ার নাম।
সাইফুল বারী: হ্যাঁ ঠিক তাই। এটা আমার স্বপ্নের গ্রন্থ। কাব্যগ্রন্থটি করেছি আমার পাড়া কান্তারপল্লিকে সকলের সামনে তুলে ধরার জন্য। কান্তারপল্লি গ্রন্থটির কাজ শেষ। প্রকাশের পথে। কান্তারপল্লি কাব্যগ্রন্থে নবীন প্রবীণ কবিদের সাথে দেশবরেণ্য কবি নির্মলেন্দ গুণ, কবি আসাদ চৌধুরীর কবিতাও থাকছে।
নিউজ টাঙ্গাইল: ভবঘুরে? সাইফুল বারী: ভবঘুরে ভিন্ন ধরনের কাব্য সংকলন। এই কাব্যগ্রন্থের জন্য কবিতা সংগ্রহ করতেছি। এটাতেও নবীন প্রবীণদের সাথে দেশ বরেণ্য কবিদের কবিতা থাকছে।
নিউজ টাঙ্গাইল: আপনার বই গুলো কোন প্রকাশনী থেকে প্রকাশিত হয়? সাইফুল বারী: আমার সম্পাদিত সকল বই প্রকাশ করেছেন, করছেন বরইতলা, কেরানীগঞ্জের জলতরঙ্গ প্রকাশনীর প্রকাশক সোলায়মান শিপন। গ্রন্থগুলোর একমাত্র পরিবেশক শাহজী প্রকাশনী, প্যারীদাস রোড, বাংলাবাজার, ঢাকা-১১০০।
নিউজ টাঙ্গাইল: আপনাকে অনেক ধন্যবাদ নিউজ টাঙ্গাইল কে সময় দেওয়া জন্য। বিদায় বেলায় পাঠকদের উদ্দেশ্যে কিছু বলুন।
সাইফুল বারী: নিউজ টাঙ্গাইলকেও অশেষ ধন্যবাদ। পাঠকদের বলবো, বই পড়ুন, বই এর বিকল্প বই-ই।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।