মাধ্যমে সিলেটে বন্যার্ত মানুষকে সাহায্যের আবেদন জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার হামজা চৌধুরী।
সম্প্রতি (২১ জুন, মঙ্গলবার) হামজা চৌধুরী তার অফিশিয়াল ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে জানান, সিলেটে বন্যা পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। পুরো সিলেট বিভাগজুড়েই ভয়াবহ এবং বিপজ্জনক পরিস্থিতির উদ্ভব হয়েছে। আসুন আমরা যে যেভাবে পারি সাহায্য করি।
এই পোস্টে তিনি ফুটস্টেপস নামের একটি বেসরকারি সামাজিক উন্নয়নমূলক সংস্থাকে সাহায্যের মাধ্যম হিসেবে উল্লেখ করেন এবং সাহায্য পাঠানোর উপায় জানান। পোস্টটি সবাইকে শেয়ার করার অনুরোধও জানান তিনি।
বিকাশ একাউন্ট নম্বর: 8801810038655 (রেফারেন্স হিসেবে নিজের ইমেইল ব্যবহার করুন)
নগদ একাউন্ট (পার্সোনাল): +8801848167731
ব্যাংক ট্রান্সফার- ব্র্যাক ব্যাংক
ব্রাঞ্চ: গুলশান এভিনিউ
ফুটস্টেপস ফাউন্ডেশন
অ্যাকাউন্ট নাম্বার: 1501202933961001
রাউটিং নাম্বার: 060261726
হামজা দেওয়ান চৌধুরী বর্তমানে একজন প্রফেশনাল ইংলিশ ফুটবলার যিনি লিস্টার সিটির হয়ে ফুটবল খেলেন।
এদিকে সিলেটে এখনো বন্যা পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। পানিতে ভাসছে ঘর, সড়ক সবই। সব হারিয়ে দিশেহারা মানুষ পড়েছেন বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটে। আর নিম্ন আয়ের মানুষ পেটের দায়ে পানি মাড়িয়ে বের হলেও রুটি-রুজি নিয়ে আছেন শঙ্কায়।
পানিতে ভাসছে ঘর, এর মধ্যে কেউ কেউ কোনোরকম উপরতলায় অন্যের ঘরে আশ্রয় নিয়েছেন। আবার কেউ কেউ ছুটছেন আশ্রয়ের খোঁজে। সিলেট নগরীর পানিতে প্লাবিত বেশিরভাগ এলাকার একইরকম অবস্থা।
বন্যার পানিতে দিশেহারা মানুষ এখন বিশুদ্ধ পানি ও খাবার সংকটে বিপর্যস্ত। পানিতে ভাসমান নিম্ন আয়ের মানুষ পেটের দায়ে বের হলেও রুটি-রুজি নিয়ে রয়েছে চরম শঙ্কায়। সরকারের সহযোগিতা চাইছেন তারা।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।