সিলেটে শ্রীলঙ্কানদের সঙ্গে ওডিআই সিরিজ খেলছে বাংলাদেশ ‘এ’ দল। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে আজ রোববার সিরিজের তৃতীয় এক দিনের আন-অফিসিয়াল ম্যাচ দিয়ে শেষ হবে দুই দলের লড়াই। এরপরই বাংলাদেশ ‘এ’ দলের আয়ারল্যান্ড সফরের প্রস্তুুতি শুর হবে।
আগামি ২৬ ও ২৭ জুলাই আয়ারল্যান্ড সফরে যাবে সাইফ, আফিফ, নাঈম-জাকিররা। আগামি ২৬ অথবা ২৭ জুলাই স্বাগতিক আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলতে যাবেন ক্রিকেটাররা।
বিসিবির ক্রিকেট অশারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিকদের। তিনি বলেন, ‘ক্রিকেটারদের এখন অনেক ব্যস্ত সময় যাচ্ছে। মূল দল বর্তমানে সবাই ওয়েস্ট ইন্ডিজে রয়েছে। শ্রীলঙ্কার সাথে দেশে এ দল খেলেছে। এরপর আয়ারল্যান্ডে যাবে এ দল।;
দল পাঠানোর জন্য নির্বাচকদের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে আকরাম বলেন, ‘সবকিছু নিয়ে নির্বাচকদের সাথে আলাপ আলোচনা হয়েছে।
শ্রীলঙ্কা সিরিজের পর পরই ২৬ অথবা ২৭ তারিখে আয়ারল্যান্ডে যাবে এ দল। আলাপ আলোচনা করা হচ্ছে ক্রিকেটারদের পারফর্মেন্স নিয়ে, যারা এখানে ভালো খেলছে। এরপরে আয়ারল্যান্ডে ওয়ানডে এবং টি-টোয়েন্টি আছে। এসব বিষয় নিয়েই আলোচনা চলছে।’