ওয়েট ইন্ডিজ সফরে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। টেস্টে লজ্জাজনভাবে হারলেও রঙিন পোশাকের ক্রিকেটে ঘুরে দাঁড়ায় টাইগাররা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে টাইগাররা।
সোমবার শেষ হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের সেরা রান সংগ্রহকারী ব্যাটসম্যান হচ্ছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তিন ম্যাচে মোট ১০৩ রান করেছন তিনি। প্রথম ম্যাচে ১৯, দ্বিতীয় ম্যাচে ৬০ ও তৃতীয় ম্যাচে ২৪ রান করেন তিনি।
অন্যদিকে, টি-টোয়েন্টি সিরিজে সেরা উইকেটশিকার বোলার হচ্ছেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান। তিন ম্যাচে তিনি আটটি উইকেট শিকার করেন। প্রথম ম্যাচে দুইটি, দ্বিতীয় ম্যাচে তিনটি ও তৃতীয় ম্যাচে তিনটি করে উইকেট শিকার করেন।
টি-টোয়েন্টি সিরিজের সেরা পাঁচ ব্যাটসম্যান
১.সাকিব আল হাসান (বাংলাদেশ)-১০৩ রান
২.আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ)-৯৯ রান
৩.তামিম ইকবাল (বাংলাদেশ)-৯৫ রান
৪.লিটন দাস (বাংলাদেশ)-৮৬ রান
৫.রভম্যান পাওয়েল (ওয়েস্ট ইন্ডিজ)-৮১ রান
টি-টোয়েন্টি সিরিজের সেরা পাঁচ বোলার
১.মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ)-৮টি উইকেট
২.কিমো পল (ওয়েস্ট ইন্ডিজ)-৬টি উইকেট
৩.কেজরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ)-৫টি উইকেট
৪.অ্যাশলে নার্স (ওয়েস্ট ইন্ডিজ)-৪টি উইকেট
৫.নাজমুল ইসলাম অপু (বাংলাদেশ)-৩টি উইকেট