ভূঞাপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে শিক্ষকের বেত্রাঘাতে আনিকা বুসরা রিশা নামে নবম শ্রেণির এক স্কুল ছাত্রী হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। শিক্ষার্থী আনিকা উপজেলার রসুনা গ্রামের খায়রুল আলমের মেয়ে।
মঙ্গলবার দুপুরে ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মামুন ওই ছাত্রীকে বেত্রাঘাত করেন। পরে পুলিশের সহায়তায় নির্যাতিত রিশাকে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত শিক্ষার্থী রিশা অভিযোগ করে জানান, বিনা অপরাধে শিক্ষক মামুন বেধড়ক বেত্রাঘাত করেছে। আমি ছাড়াও আমার সহপাঠীদেরকেও বেত্রাঘাত করে। এতে হাত ও পিঠে বেত্রাঘাতের কারণে ফুলে গেছে। ব্যথায় থাকতে পারছি না। বিষয়টি অন্যদের কাছে বলায় আমাকে ভয়ভীতি দেখাচ্ছে। অন্যায়ভাবে আমাকে বেত্রাঘাতকারী শিক্ষকের শাস্তি চাই।
ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) জাহিদুজ্জামান জুয়েল জানান, ওই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের কয়েক স্থানে বেত্রাঘাতের চিহ্ন রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফ হোসেন জানান, শিক্ষার্থীকে বেত্রাঘাত করা আইন বহির্ভূত। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।