এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে এক স্কুল ছাত্রকে বলাৎকার করায় অভিযোগে অভিযুক্ত ভন্ড পীর খালেক মিয়া (৫৫) ওরফে কটা খালেককে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী। বুধবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার শহরগোপীনপুর সড়কের মহানন্দনপুর বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ,কাকড়াজান মুক্তিযোদ্ধা সংসদ, মহানন্দনপুর বাজার বণিক সমিতি, জিয়া স্মৃতি সংসদ, টাঙ্গাইল জেলা ভ্যান শ্রমিক ইউনিয়ন কাকড়াজান ইউনিয়ন শাখা, মহানন্দনপুর বিজয়স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক সংঘঠনের প্রায় দুই সহ¤্রাধিক লোক এতে অংশ নেয়। মানববন্ধন শেষে সমাবেশে মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে, প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদিন, কদ্দুস মাষ্টার, মুক্তিযোদ্ধা রুহুল আমীন, বাজার বণিক সমিতির সভাপতি হাজী ওসমান গণি, কামরুল ইসলাম মাস্টার, আবুল কালাম আজাদ, খায়রুল বাসার স্কুল শিক্ষার্থী সালেহীন শান্তা প্রমুখ বক্তব্য দেন।
প্রসঙ্গত, পরীক্ষায় জিপিএ-৫ পায়িয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রকে বলাৎকার করেন ভ- পীর আবদুল খালেক (৫৫)। এ ঘটনায় গত বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সখীপুর থানায় ওই ছাত্রের মা বাদী হয়ে মামলা করলেও সখীপুর থানা পুলিশ এখন অভিযুক্ত ভন্ড পীর খালেককে এখন গ্রেফতার করতে পারেনি।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া বলেন, অভিযুক্ত পীরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।