নিউজ টাঙ্গাইল ডেস্ক: স্বাস্থ্যবিধি মেনে যাত্রী না উঠানোর অপরাধে টাঙ্গাইলে তিনটি বাসের সুপারভাইজারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) জেলা ম্যাজিস্ট্রেট মো: আতাউল গনির নির্দেশক্রমে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মোবাইল কোর্টের তফশিলভুক্ত দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী টাঙ্গাইল শহরের বিভিন্ন স্থানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৌসুমী নাসরিন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
ভ্রাম্যমান আদালতের সম্মুখে সকাল ১১.০০ ঘটিকা থেকে দুপুর ২.০০ ঘটিকা পর্যন্ত সংঘটিত অপরাধ আমলে নিয়ে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় গণপরিবহনে সামাজিক দুরুত্ব না মানার অপরাধে দোষী সাব্যস্ত করে ৩ জন সুপারভাইজারকে মোট ৯,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া সে সময় দরিদ্র জনসাধারণকে জেলা প্রশাসনের উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয় এবং মাইকিং করে জনসাধারণকে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সচেতন করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে মোটরযান পরিদর্শক, বিআরটিএ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ সহ জনসাধারণ উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এবং সংশ্লিষ্ট সকলকে সচেতন করার লক্ষ্যে জেলা প্রশাসন টাঙ্গাইল কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালতের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৌসুমী নাসরিন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।