নিউজ টাঙ্গাইল ডেস্ক:
টাঙ্গাইলে সড়ক সংস্কার ও উন্নয়নের দাবিতে ১৫ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতালের ডাকা দিয়েছে জেলার গোপালপুর উপজেলাবাসী। উপজেলার চলাচল অনুপযোগী ৪৭ কিলোমিটার অংশ সংস্কারে দাবিতে এ হরতালের ডাক দিয়েছে সড়ক সংস্কার ও উন্নয়ন সংগ্রাম কমিটি।
সংগ্রাম কমিটির উদ্যোক্তারা জানান, দীর্ঘদিন ধরে উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের পোড়াবাড়ি থেকে গোপালপুর উপজেলা সদর হয়ে পিংনা পর্যন্ত ২২ কিলোমিটার রাস্তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। একই অবস্থা উপজেলার আরেক গুরুত্বপূর্ণ সড়ক মধুপুর থেকে গোপালপুর হয়ে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ২৫ কিলোমিটার অংশ। এই সড়ক সংস্কার ও উন্নয়নের দাবিতে বিভিন্ন সময় সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সাংসদসহ বিভিন্ন জনের কাছে দাবি জানিয়েছেন গোপালপুরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। কিন্তু কোন কাজ না হওয়ায় তারা আন্দোলনের সিদ্ধান্ত নেন তারা।
গতকাল রোববার রাতে গোপালপুর উপজেলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে উপজেলার বিভিন্ন পরিবহন, পেশাজীবী, শ্রমিক ও ব্যবসায়ী সংগঠনের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার প্রবেশমুখ হিসেবে পরিচিত গুরুত্বপূর্ণ সড়ক দুটি সংস্কার ও উন্নয়নের দাবিতে আন্দোলনের সিদ্ধান্ত নেন তারা।
সভায় উপজেলা ট্রাক মালিক সমিতির সভাপতি রফিকুল কিবরিয়াকে আহ্বায়ক এবং উপজেলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যকরী সভাপতি রফিকুল হক, উপজেলা বনিক সমিতির সাধারণ সম্পাদক আরিফ হাসান ও উপজেলা ট্রাকশ্রমিক ইউনিয়ন সভাপতি লাল মিয়াকে যুগ্ম আহ্বায়ক করে ‘‘গোপালপুর সড়ক সংস্কার ও উন্নয়ন সংগ্রাম কমিটি’’ গঠন করা হয়। কমিটির পক্ষ থেকে আগামী ১৫ অক্টোবর রোববার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়। হরতাল সফল করতে প্রতিদিন কমিটির পক্ষ থেকে উপজেলাব্যাপী প্রচারণা ও সভা করা হবে বলে সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন।
রোববার রাতের এ মতবিনিময় সভায় গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক ছানা, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল কিবরিয়া, বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রহমাতুল কিবরিয়া, সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন সাহা, আলমনগর ইউপি চেয়ারম্যান আব্দুল মোমেন ও উপজেলা হিন্দু-খ্রিস্টান-বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র কুন্ডু প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক জানান, ‘গোপালপুরের এই গুরুত্বপূর্ণ সড়ক দুটি উন্নয়ন ও সংস্কারের জন্য অসংখ্য বার জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় দাবি জানানো হয়েছে। কিন্তু সড়ক দুটির উন্নয়নের কোন ব্যবস্থা নেয়া হয়নি। উপজেলার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে সড়ক সংস্কার না হওয়ায়। তাই বাধ্য হয়ে আন্দোলন শুরু করতে হলো।’
গোপালপুর সড়ক সংস্কার ও উন্নয়ন সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক রকিবুল হক জানান, ‘১৫ অক্টোবরের হরতাল সফল করতে ইতোমধ্যে জনসংযোগ শুরু করা হয়েছে।