নিজস্ব প্রতিবেদক: বিএনপি-জামাতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচীকে সমর্থন জানিয়ে সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। রবিবার (২৯ অক্টোবর) সকালে টাঙ্গাইল কোর্ট প্রাঙ্গণ প্রদক্ষিণ করে এই বিক্ষোভ মিছিল ও কর্মসূচির পালন করেন তারা।
অ্যাডভোকেট জহুরুল ইসলাম জহিরের পরিচালনায় সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা অ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি এসএম ফাইজুর রহমান ও আলহাজ্ব গোলাম মোস্তফা মিঞাসহ অন্যান্য আইনজীবীরা বক্তব্য রাখেন।