মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪
Homeবিনোদনহরর ছবিতে মিঠুন চক্রবর্তী

হরর ছবিতে মিঠুন চক্রবর্তী

 

 পর্দা কাঁপাতে খুব শিগগিরই মুক্তি পাবে রাম গোপাল ভার্মা পরিচালিত ‘সরকার’ ছবির তৃতীয় কিস্তি ‘সরকার থ্রি’। আর এরই মধ্যে নিজের পরবর্তী ছবির ঘোষণা দিলেন রাম। ভৌতিক ছবি নির্মাণ করার পরিকল্পনা করেছেন জনপ্রিয় এই পরিচালক। যাতে প্রধান চরিত্রে পাওয়া যাবে মিঠুন চক্রবর্তীকে।

সম্প্রতি বলিউড হাঙ্গামায় প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, গত সপ্তাহে রামের জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন মিঠুন। আর সেখানেই হরর ছবিটি নিয়ে মিঠুনের সঙ্গে আলোচনা করেন রাম। তবে এ বিষয়ে এখনও কোন আনুষ্ঠানিক ঘোষনা দেননি কেউ।

রাম গোপাল ভার্মার পরিচালিত ‘সরকার থ্রি’ মুক্তির তারিখ এখনও ঠিক হয়নি। পরপর দু’বার পিছিয়ে দেওয়া হয়েছে এর মুক্তির তারিখ। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। তার পাশাপাশি আরও রয়েছেন জ্যাকি শ্রফ, ইয়ামি গৌতম, মনোজ বাজপেয়ি, রোনিত রয় প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -