সাইফুল মজুমদার,মাভাবিপ্রবি প্রতিনিধিঃ
অকাল বন্যায় এবং পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হাওরের কৃষকদের পাশে দাঁড়িয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে সিলেটের সুনামগন্জ জেলার তাহেরপুর থানার দক্ষিন শ্রীপুরের বিভিন্ন গ্রামে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের কিছু সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ও শিক্ষকদের সহযোগিতায় অর্থ সংগ্রহ করা হয়। মঙ্গলবার শিক্ষার্থীদের একটি দল ওই এলাকার ক্ষতিগ্রস্ত ৪০০ জন কৃষক পরিবারের প্রত্যেকের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ৩ কেজি আটা, ২ কেজি চিরা, ১ কেজি লবন ও ২০ টি স্যালাইন করে বিতরণ করা হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।