মো: আবু শাহেদ, চট্টগ্রাম থেকে: এই করোনা কালেও থেমে নেই চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নে মাদকের আখড়া।
স্থানীয় গোপন সূত্রে জানা যায়, আলাউদ্দিন নামের এক যুবক ইউনিয়ন যুবলীগের নাম ভাঙ্গিয়ে এলাকায় গড়ে তুলে মাদকের সাম্রাজ্য। দিনরাত চলে তার বাহিনীর ইয়াবা সেবন কারবার।
এই আলাউদ্দিন ইউনিয়নের মধ্যম নাঙ্গলমোড়া এলাকার টোনাগাজীর বাড়ির নুরুল ইসলাম এর পুত্র। সে নিজেকে নাঙ্গলমোড়া ইউনিয়ন যুবলীগ আহবায়ক কমিটির সদস্য হিসেবে দাবি করেন। মূলত তার ব্যবসা হুন্ডি ও ইয়াবা কারবার।
নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবুল মাদক নিয়ে বলেন, ইদানিং নাঙ্গলমোড়া তে মাদক ছড়িয়ে পড়ছে। আমরা মাদকের বিরুদ্ধে সোচ্চার আছি। তবে এই আলাউদ্দিন রাজনীতির প্রতিহিংসার শিকার বলে আমি মনে করি।
হাটহাজারী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা মনি ও নাঙ্গলমোড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক আলতাফ হোসেন এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি নন।