হারিয়েছি ——-এম সাইফুল ইসলাম শাফলু

0
211

হারিয়েছি

——-এম সাইফুল ইসলাম শাফলু 

সময় অতিক্রম করেছি অনেক
হারিয়েছি জীবনের উত্তাল দিন
শত স্নিগ্ধ সকাল হারিয়েছি
হারিয়েছি রাত জাগা নির্ঘুম রাত
মায়াময় মনোরম বিকেল হারিয়েছি
হারিয়েছি জোনাকী সন্ধ্যা
বন্ধু ,আপনজন হারিয়েছি অনেক
হারিয়েছি জীবনের সোনালী দিন
চেনা-অচেনা লোক হারিয়েছি
হারিয়েছি অতীত স্মৃতি
পথ হারিয়ে পথিক হয়েছি
বিবেক হারিয়ে বিবেকহীন
মান অভিমান তাও হারিয়েছি
সবুজে ঘেরা গ্রাম হারিয়েছি
রাজনীতিতে সততা হারিয়েছি
আদর স্নেহ সোহাগ হারিয়েছি
মাঝি মাল্লার গান হারিয়েছি
বিচারকের বিচার হারিয়েছি
শাষকের শাসন হারিয়েছি
ফল ফলাদির স্বাধ হারিয়েছি
পিতা-পুত্রের সমতা হারিয়েছি
মা মেয়ের একতাও হারিয়েছি
ভাললাগা-ভালবাসা হারিয়েছি
হারিয়েছি কষ্ট গ্লানি
খামখেয়ালি মন হারিয়েছি
আমার আমি সব হারিয়েছি
হারিয়ে হারিয়ে সব হারিয়েছি
মিটেনি চাওয়া-পাওয়া ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।