সোমবার, অক্টোবর ৭, ২০২৪
Homeআন্তর্জাতিকহাসিনা-মোদি বৈঠকে ২৬ চুক্তি-সমঝোতা স্মারক সই

হাসিনা-মোদি বৈঠকে ২৬ চুক্তি-সমঝোতা স্মারক সই

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে ভারত সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠকের পর দু’দেশের মধ্যে ২২টি চুক্তি এবং চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

হায়দরাবাদ হাউসের ডেকান স্যুটে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের পর দু’দেশের প্রধানমন্ত্রী এক সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন।

এর আগে সকালে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়া হয়েছে শেখ হাসিনাকে।

ভারতের তিন বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনারও প্রদান করেছে।

পরে রাজঘাটে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -