শুক্রবার, সেপ্টেম্বর ২৯, ২০২৩
Homeটাঙ্গাইল জেলা১০ হাজার মানুষকে গণভোজ করালেন আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মেয়র মাসুদ

১০ হাজার মানুষকে গণভোজ করালেন আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মেয়র মাসুদ

নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে ১০ হাজার মানুষকে গণভোজ করালেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ। এছাড়াও তিনি টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের দলীয় মনোনয়ন প্রত্যাশী।

সোমবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে গণভোজ অনুষ্ঠানে যোগ দেন।

গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইকরাম উদ্দিন তারা মৃধার সভাপতিত্বে এবং সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- গোপালপুর পৌরসভা মেয়র রকিবুল হক ছানা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরন দত্ত, যুগ্ম সম্পাদক সাহিনুল ইসলাম তরফদার বাদল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, গোপালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিলকিস জাহান, জেলা পরিষদ সদস্য খায়রুল ইসলাম তালুকদার বাবলু প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -