দৈনিক ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মহিলা বিষয়ক অধিদপ্তর। তিনটি পদে মোট ১০ হাজার ৮৬১ জনকে নিয়োগ দেয়া হবে। পদগুলোতে মহিলা ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
পদের নাম : জেন্ডার প্রোমোটর, সংগীত শিক্ষক ও আবৃত্তি শিক্ষক।
পদসংখ্যা: জেন্ডার প্রোমোটর পদে ১০৯৫ জন, সংগীত শিক্ষক শিক্ষক পদে ৪৮৮৩ জন এবং আবৃত্তি শিক্ষক পদে ৪৮৮৩ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি এবং সংগীত বিষয়ে ডিপ্লোমা/ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ সনদপ্রাপ্ত/রেডিও টিভির তালিকাপ্রাপ্ত প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। জেন্ডার প্রোমোটর পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষাতা ও দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন। আবেদনকারীর বয়স অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন স্কেল: দৈনিক ভিত্তিতে বেতন-ভাতা দেওয়া হবে। জেন্ডার প্রোমোটর পদে ১০০০ টাকা, সংগীত শিক্ষক ও আবৃত্তি শিক্ষক পদে ৫০০ টাকা।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের সদ্যতোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ লিখিত জীবনবৃত্তান্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা: ২৩ আগস্ট, ২০১৯ পর্যন্ত।
সূত্র : মহিলা বিষয়ক অধিদপ্তরাধীন ওয়েবসাইট (www.dwa.gov.bd)
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।