নিউজ টাঙ্গাইল ডেস্ক:
কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন ,আমি ১৪ বছর ধরে ক্ষমতার বাইরে আছি তাতে আমার কোন সম্মান কমেনি। আজকে যারা এমপি-মন্ত্রী আছেন ক্ষমতা না থাকলে কাল রাস্তুায় বের হলে কেউ জিজ্ঞাসাও করবে না তাদের। যত দিন বেচেঁ আছি সাদাকে সাদা আর কালোকে কালো বলেই যাবো। রাজনৈতিক ভাবে দল করেছি কিন্তু এমপি মন্ত্রী হওয়ার জন্য নয়। সোমবার সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুরে উপজেলা মিলনায়তনে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কাদের সিদ্দিকী আরও বলেন, বিএনপি ইফতারের দাওয়াত দিয়েছিলো যাইনি, এলডিপির ইফতারে যাইনি, আওয়ামী লীগের ইফতারেও যাইনি শুধু সখীপুরের মানুষকে সম্মান জানাতে এ ইফতার মাহফিলে এসেছি। এসময় উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতীক, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাসমত আলী নেতা, সালেক হিটলু, অধ্যাপক মীর জুলফিকার শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।