নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও জনতার ব্যাপক তোপের মুখে পড়ে শেখ হাসিনা সরকার পদত্যাগের পর প্রায় দীর্ঘ ১৬ বছর পর টাঙ্গাইলের ভূঞাপুরের রাজপথ দখলে নিয়েছে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি। এতে নেতাকর্মীরা আনন্দ ও বিজয় মিছিল করেছেন।
মঙ্গলবার (০৬ আগস্ট) সকালে ভূঞাপুর পৌর শহরে এমন চিত্র দেখা যায়। এরআগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও এলাকা থেকে আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগানে স্লোগানে খন্ড-খন্ড মিছিল নিয়ে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ভূঞাপুর বাসস্ট্যান্ড চত্বরে এসে সমবেত হন।
এরপর পৌর শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে সমাবেশ করে। সেখানে দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিমুজ্জামান তালুকদার সেলু ভূঞাপুর বাসস্ট্যান্ড চত্বরকে শহীদ পলাশ চত্বর ঘোষণা করা হয়।
এতে আরও বক্তব্য রাখেন- পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা শাহজাহান করিব লিটন, খন্দকার গিয়াস উদ্দিন, খন্দকার জুলহাস উদ্দিন, হাবিবুর রহমান তালুকদান ভুট্টো, কোটা সংস্কার আন্দোলনের
উপজেলা শাখা’র সমন্বয়ক আবু হাসেম প্রমুখ।
প্রসঙ্গত, গত ১৯ জুলাই সারাদেশে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে মায়ের সাথে দেখা করতে টাঙ্গাইলের ভূঞাপুর গ্রামের বাড়ি ঘাটান্দির উদ্দেশ্যে রওনা হয়। এসময় মিরপুর-১০ এলাকায় কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে হঠাৎ পুলিশের গুলিতে মাটিতে লুটিয়ে পড়ে পলাশ। পরে স্থানীয়রা তাকে মিরপুরের আলোক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পলাশ ৫ বছর আগে ঢাকার মিরপুর ১২ এলাকায় একটি ঔষধ কোম্পানিতে অফিস সহায়ক (পিয়ন) হিসেবে চাকরি করতো।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।