এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে ২১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গাজীউর রহমান গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের তক্তারচালা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গাজী ওই এলাকার জাফর আলীর ছেলে। এ ঘটনায় থানায় মামদ দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। রবিবার সকালে গাজীকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী গাজীউর রহমান ওরফে গাজীকে গ্রেফতার করে রবিবার আদালতে পাঠানো হয়েছে। আটককৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ৬৩ হাজার টাকা।