নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ৬৪টি পদে মোট ৬১১ জন নিয়োগ দেয়া হয়। আগ্রহী বাংলাদেশি নাগরিকরা আবেদন করতে পারেন।
পদের নাম: ৬৪টি পদে নিয়োগ দেওয়া হবে।
পদসংখ্যা: সর্বমোট ৬১১ জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা: যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাসসহ উচ্চমাধ্যমিক/মাধ্যমিক/ অষ্টম শ্রেণি/পঞ্চম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য অভিজ্ঞতা আবশ্যক।
বেতন: জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী বিভিন্ন পদের জন্য বিভিন্ন গ্রেড বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের সদ্যতোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদ, নাগরিকত্বের সনদপত্রসহ চারিত্রিক সনদপত্র সংযুক্ত করে আবেদন করতে হবে। সব পদের বিপরীতে পদের সর্ব ডান পার্শ্বের কলামে আবেদন পাঠানোর ঠিকানা উল্লেখ করা আছে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।
আবেদনের শেষ তারিখ : ২২ আগস্ট, ২০১৯।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২৬ জুলাই, ২০১৯। বিস্তারিত বিজ্ঞপ্তিতে…
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।