রবিবার, মে ১৯, ২০২৪
Homeখেলাধুলাএবার আলিসকে দেওয়া হলো ২ সপ্তাহের সময়

এবার আলিসকে দেওয়া হলো ২ সপ্তাহের সময়

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ এবারের বিপিএলে প্রথম হ্যাটট্রিক করেন স্পিনার আলিস ইসলাম। রংপুরের বিপক্ষে সেই হ্যাটট্রিক করলেও তার বোলিং অ্যাকশ্ন নিয়ে শুরু হইয় দারুণ সন্দেহর। তবে এবার আলিসকে দুই সপ্তাহের সময় দেওয়া হলো বিসিবির পক্ষ থেকেই।

এই ব্যাপারে বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, মাঠের আম্পায়ারদের প্রতিবেদনেও বিষয়টির উল্লেখ রয়েছে। তাতে পরবর্তী দুই সপ্তাহের মধ্যে বোলিং অ্যাকশনের বৈধতা প্রমাণ করতে হবে আলিসকে। অন্যথায় নিষেধাজ্ঞা আরোপিত হবে তার বোলিংয়ের ওপর।

এছাড়া ইউনুস আরও বলেন, ওর সব বলের অ্যাকশনই আম্পায়ারদের কাছে সন্দেহজনক মনে হয়েছে। এরই মধ্যে আমরা ঢাকা ডায়নামাইটসকে চিঠি দিয়ে তা জানিয়েছি। প্রক্রিয়া মেনেই এখন হবে পরবর্তী কার্যক্রম।

কি প্রক্রিয়ায় হবে পরবর্তী কার্যক্রম? জানতে চাইলে জালাল ইউনুস বলেন, আমাদের বোলিং অ্যাকশন রিভিউ কমিটির নিয়মটা সব ঘরোয়া প্রতিযোগিতার জন্য। সে নিয়ম অনুসারে, কারো ব্যাপারে আম্পায়ার প্রশ্ন তুললে পরবর্তী ১৪ দিনের মধ্যে তাকে আমাদের সামনে পরীক্ষা দিতে হয়। আর সেটা অবশ্যই আলিসের জন্যও প্রযোজ্য বলে জানান তিনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -