Site icon News Tangail

কালিহাতীতে শিশুবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

শুভ্র মজুমদার, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শাজাহান সিরাজ কলেজ কেন্দ্রে ইনতিজার শিশুবৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠিত হয়েছে।

৩০ নভেম্বর সকাল ১০ টায় শুরু হয়ে দুপুড় ১২ টায় শেষ হয়। এই শিশুবৃত্তি পরীক্ষা ২০০৯ সাল থেকে চালু হয়েছে। এ বছর এ কেন্দ্রে পরীক্ষায় ৫০১ জন শিক্ষার্থীর মধ‍্যে ১২ জন অনুপস্থিত থাকায় মোট ৪৮৯ জন অংশগ্রহণ করেছে। কালিহাতী উপজেলার ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেয়।

শাজাহান সিরাজ কলেজ কেন্দ্রে পরীক্ষা পরিচালনার দায়িত্বে ছিলেন, অধ্যাপক ফরিদা ইয়াসমিন। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক আ ন ম শাফিউল্লাহ।

২০০৯ সাল থেকে নিয়মিতভাবে এই শিশুবৃত্তি পরীক্ষা আয়োজিত হয়ে আসছে। মূলত প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য এই পরীক্ষা আয়োজন করা হয়। কালিহাতী শাজাহান সিরাজ কলেজ ছাড়াও কালিহাতিতে আরো দুইটি কেন্দ্র পরীক্ষা অনুষ্ঠিত হয় সেগুলো হল এলেঙ্গা ও ভুক্তা কেন্দ্র। এ ছাড়াও টাঙ্গাইল সদর, দেলদুয়ার এবং লাউহাটি উপজেলায় আরও তিনটি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সাপ্তাহিক ইনতিজার পত্রিকার প্রকাশক ও সম্পাদক অধ‍্যাপক এ.বি.এম. আব্দুল হাই জানান, শিশুদের মধ্যে পরীক্ষার আতঙ্ক ও ভয়-ভীতি দূর করে তাদের আত্মবিশ্বাস তৈরি করাই এই পরীক্ষার মূল লক্ষ্য। পরীক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং এটি শিক্ষাজীবনের একটি আনন্দময় অভিজ্ঞতা হয়ে ওঠে।

পরীক্ষা চলাকালে অভিভাবকরা কলেজ মাঠে অপেক্ষা করেন এবং তাদের সন্তানদের সাফল্যের জন্য প্রার্থনা করেন। এ অভিভাবকদের উপস্থিতি শিক্ষার্থীদের মানসিকভাবে উজ্জীবিত করে।

ইন্তেজার শিশুবৃত্তি পরীক্ষা আজ শুধু একটি পরীক্ষা নয়, এটি শিশুদের মানসিক বিকাশের পথে একটি সুন্দর উদ্যোগ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version